সংবাদ ডিজিটাল ডেস্ক :
রাজধানীর চকবাজারের দেবিদাস ঘাট লেনে নকল কসমেটিকসের কারখানায় অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রবিবার (১৫ মার্চ) রাতে চালানো অভিযানের নেতৃত্ব দেন র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।
র্যাবের অভিযানে একটি ঘরে নকল কসমেটিকসের কারখানা পাওয়া যায়। সেখানে বিভিন্ন পাতিলে বিপুল পরিমাণ নকল ক্রিম ও লোশন তৈরির কাঁচামাল পাওয়া গেছে।
জানা যায়, পাতিলের মাধ্যমে চুলায় তৈরি হয় নকল লোশন ও ক্রিম।
বিষয়টি নিয়ে অভিযান চলাকালে ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম বলেন, নকল কসমেটিকস পণ্যের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। অভিযান শেষে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে।