Friday - 26 - February - 2021

প্রধানমন্ত্রীর জাপান সফর স্থগিত

Published by: সংবাদ ডিজিটাল ডেস্ক |    Posted: 11 months ago|    Updated: 11 months ago

An Images

সংবাদ ডিজিটাল ডেস্ক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফর স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। মুজিববর্ষ উদযাপনে আন্তর্জাতিক উপ-কমিটির সভা শেষে মঙ্গলবার তিনি এ তথ্য জানান।

দুদিনের দ্বিপক্ষীয় সফরে আগামী ৩০ মার্চ জাপানে যাওয়ার কথা ছিল বাংলাদেশ সরকার প্রধানের।

সফর স্থগিত করা হয়েছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর জাপানে যাওয়ার কথা ছিল। কিন্তু যেহেতু জাপানেও করোনাভাইরাস বেশ ছড়িয়েছে, সেহেতু সফর স্থগিত করা হয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়ে জাপান সফর পরে হবে। তাতে তাদেরও কোনো আপত্তি নাই।

 

সফর স্থগিতের ব্যাখ্যায় পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, আমরা যেখানে যাই, প্রধানমন্ত্রী গেলে একটা বড় ব্যবসায়িক প্রতিনিধি যায়, আমাদের ব্যবসা-বাণিজ্য বাড়ে। ওরা (জাপান) বলেছে, বড় প্রতিনিধিদল যেভাবে অনেকের সঙ্গে দেখা সাক্ষাৎ করে, এমন বড় জমায়েত বোধহয় এই প্রেক্ষিতে সম্ভব না।