Wednesday - 3 - March - 2021

পরীমনি এবার এইচবিও সুদীপের নায়িকা

Published by: সংবাদ ডিজিটাল ডেস্ক |    Posted: 1 year ago|    Updated: 1 year ago

An Images

সংবাদ ডিজিটাল ডেস্ক :

জনপ্রিয় টিভি চ্যানেল এইচবিওর ‘ইনভিজিবল স্টোরিজ’ ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন সুদীপ বিশ্বাস। সেই সুদীপ নতুন একটি সিনেমার শুটিং শুরু করেছেন। এই ছবিতে তাঁর বিপরীতে নায়িকা হয়েছেন পরীমনি। ঠাকুরগাঁওয়ে আজ মঙ্গলবার ছবিটির শুটিং শুরু করেছেন পরিচালক হৃদি হক। সরকারি অনুদানের এই সিনেমার নাম ‘১৯৭১ সেই সব দিন’। ছবিতে অভিনয়ের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন সুদীপ ও পরীমনি।

শুটিংয়ের ফাঁকে পরিচালক হৃদি হক বলেন, ‘আমার প্রথম সিনেমার শুটিং শুরু করেছি। ইচ্ছে ছিল, কয়েক দিন শুটিংয়ের পর সবাইকে জানাব। কিন্তু তা আর করতে পারলাম কই। তবে ভালো লাগছে এই ভেবে, আমাদের শুরুটা খুব সুন্দর হয়েছে।’

অন্যদিকে শুটিং স্পট থেকে পরীমনি বলেন, ‘হৃদি আপুর কারণেই ছবিটিতে কাজ করছি। তিনি এমনভাবে ছবিতে অভিনয়ের ব্যাপারটি বললেন, আমার আর না বলার কোনো উপায় ছিল না। আমার নিজেরও অভিনয় করার মতো যথেষ্ট সুযোগ রয়েছে, তাই আনন্দ নিয়ে ছবিটি করতে রাজি হওয়া।’

অনুদানের এই ছবিতে অভিনয় শুরুর আগে পরীমনি আরেকটি অনুদানের ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। অ্যাডভেঞ্চার সুন্দরবন শিরোনামের সেই ছবিতে তাঁর বিপরীতে আছেন সিয়াম আহমেদ। এদিকে সুদীপ জানান, ২৯ ফেব্রুয়ারি ছবিটিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। বললেন, এটি ছবির অন্যতম কেন্দ্রীয় চরিত্র, এর বাইরে আর কিছু বলা নিষেধ আছে।’
প্রসঙ্গত, ২০১৮-১৯ অর্থবছরে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে সরকারি অনুদান পেয়েছে হৃদি হকের ‘১৯৭১ সেই সব দিন’ সিনেমাটি।