সংবাদ ডিজিটাল ডেস্ক :
করোনাভাইরাস নিয়ে এখন আতঙ্কিত পুরো বিশ্ব। রোগটি নিয়ে উদ্বিগ্ন বাংলাদেশ। উদ্বিগ্ন হয়ে পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। আপাতত বিসিবির চিন্তা পাকিস্তানের কারণে।
এখনো পর্যন্ত পাঁচজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে পাকিস্তানে। এর মধ্যে করাচিতেই আছে দুজন। বিসিবির চিন্তাটা এখানে। করাচিতেই যে আগামী এপ্রিলে একটি ওয়ানডে আর টেস্ট খেলার কথা বাংলাদেশ দলের। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে এরই মধ্যে ২ থেকে ১৩ মার্চ—১১ দিন সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে করাচিতে। এই নিয়ম না মানায় এরই মধ্যে ৫০-এর বেশি স্কুলের নিবন্ধন বাতিল করেছে সিন্ধুর প্রাদেশিক সরকার। করাচিতে যখন করোনাভাইরাস নিয়ে ভীষণ আতঙ্ক, বিসিবি কি ভাবছে এপ্রিলের পাকিস্তান সফর নিয়ে?
গত দুই মাসে দুই দফায় পাকিস্তান সফর করে এসেছে বাংলাদেশ। বাকি আছে শুধু করাচি পর্ব। এত দিন নিরাপত্তা-সংক্রান্ত নানা কথা শোনা গেলেও এবার যোগ হয়েছে করোনাভাইরাস।