Wednesday - 20 - January - 2021

মৃতের সংখ্যায় চীনকে ছাড়িয়ে গেল ইতালি

Published by: সংবাদ ডিজিটাল ডেস্ক |    Posted: 10 months ago|    Updated: 10 months ago

An Images

সংবাদ ডিজিটাল ডেস্ক :

করোনা ভাইরাস প্রাদুর্ভাবে এখন পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে ইতালিতে। দেশটিতে মোট ৩ হাজার ৪০৫ জন মারা গেছেন। গেল ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ৪২৭ জন। অন্যদিকে ভাইরাসে উৎপত্তিস্থল চীনে মৃতের সংখ্যা ৩ হাজার ২৪৮ জন।

গত ২৪ ঘণ্টায় ইতালিতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৩২২ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪১ হাজার ৩৫ জন।

ইতালির নাগরিক সুরক্ষা সংস্থা জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইতালিতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে ১৪ দশমিক ৯ শতাংশ, যা গত তিন দিনের মধ্যে সর্বোচ্চ। এদিন দেশটিতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৩২২ জন। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪১ হাজার ৩৫ জন।

বিশ্বব্যাপী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৪৫ হাজার ৭৮ জন। মারা গেছেন ১০ হাজার ৪১ জন। এ ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন ৮৮ হাজার ১৫১ জন।