Wednesday - 3 - March - 2021

মেসিদের ম্যাচে দর্শক থাকতে দিচ্ছে না করোনা

Published by: সংবাদ ডিজিটাল ডেস্ক |    Posted: 11 months ago|    Updated: 11 months ago

An Images

সংবাদ ডিজিটাল ডেস্ক :

চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলো ফিরতি লেগে বার্সেলোনা-নাপোলি ম্যাচটি দর্শকহীন মাঠে অনুষ্ঠিত হবে

করোনাভাইরাসে আক্রান্ত বিশ্ব। ভাইরাসটি ছড়িয়ে পড়েছে মহামারি হয়ে। এর আঁচ পড়েছে ক্রীড়াঙ্গনেও। ইতালিতে সব ধরনের ক্রীড়া ইভেন্ট স্থগিত করেছে দেশটির সরকার। এবার করোনার আঁচ পড়ল চ্যাম্পিয়নস লিগেও। ক্যাম্প ন্যুতে আগামী সপ্তাহে শেষ ষোলো ফিরতি লেগে নাপোলির মুখোমুখি হবে বার্সেলোনা। করোনাভাইরাস সংক্রমণরোধে এ ম্যাচে থাকতে পারবেন না কোনো দর্শক। অর্থাৎ ‘ক্লোজ ডোর’ ম্যাচ মাঠে গড়াবে।

করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে স্পেনেও। সতর্কতামূলক ব্যবস্থা নিতেই এ সিদ্ধান্ত। শুধু চ্যাম্পিয়নস লিগ নয়, লা লিগায় ও স্পেনের দ্বিতীয় বিভাগ ফুটবলেও আগামী দুই সপ্তাহ ম্যাচ অনুষ্ঠিত হবে দর্শকহীন মাঠে। স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয় ও ক্রীড়া কাউন্সিলের নির্দেশে এ সিদ্ধান্ত নিয়েছে লা লিগা কর্তৃপক্ষ। চ্যাম্পিয়নস লিগে আগামীকাল শেষ ষোলোর ফিরতি লেগে পিএসজি-বরুসিয়া ডর্টমুন্ড ম্যাচও অনুষ্ঠিত হবে দর্শকহীন মাঠে। খেলাটি গড়াবে পিএসজির মাঠে। আগামী ১৫ এপ্রিল পর্যন্ত ফ্রান্সের শীর্ষস্থানীয় লিগে প্রতিটি ম্যাচে গ্যালারিতে সর্বোচ্চ ১ হাজার দর্শক থাকতে পারবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। জনসমাগম এগিয়ে করোনার সংক্রমণ রোধ করতেই এ সিদ্ধান্ত।

‘ক্লোজ ডোর’ ম্যাচ নিয়ে বার্সেলোনার অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে বলা হয়, ‘১৮ মার্চ, চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনা-নাপোলি ম্যাচটি দর্শকহীন মাঠে অনুষ্ঠিত হবে।’ কাতালান সরকারের জনস্বাস্থ্য সচিব হোয়াও গুইক্স বলেন, ‘স্বাস্থ্যের কথা ভেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার কাতালান সরকারের সঙ্গে এ নিয়ে বৈঠক হয়েছে বার্সেলোনার।