সংবাদ ডিজিটাল ডেস্ক :
বিতরনকালে উপস্থিত থেকে রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার ইন্সপেক্টর জিয়ারুল ইসলাম বলেন, রাজবাড়ীর পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম (বার)'র দিক-নির্দেশনায় জেলা পুলিশের সমস্ত সদস্য মাঠে থেকে করোনা ভাইরাস সংক্রমণের হাত থেকে রাজবাড়ী মানুষকে রক্ষা করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতঃমধ্যে জেলার প্রত্যেকটা থানা এলাকায় হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরন করা হয়েছে। অস্থায়ী বেদে পল্লীতে খাবার বিতরন করা হয়েছে। সচেতনতা কার্যক্রম চলছে। অাপনারা সবসময় পরিস্কার-পরিচ্ছন্ন থাকবেন।সামাজিক দুরুত্ব বজায় রাখবেন।বেশী বেশী করে হাত ধৌত করবেন।
এসময় বরাট ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ড সদস্য ও ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম মিয়া, ছোটভাকলা ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য আব্দুস সালাম শেখ,পাঁচুরিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড সদস্য জিয়াউল ইসলাম খাঁন জুয়েল, সদর থানা ছাত্রলীগের সহ-সভাপতি বশির উদ্দিন, শমসের শেখ, ফরিদ মুন্সী, হালিম সরদার।