Jammu and Kashmir: Authorities shut markets in Srinagar as a measure to control the spread of #Coronavirus. Four people have tested positive for Coronavirus in the Union Territory
সংবাদ ডিজিটাল ডেস্ক :
ভারতে ক্রমশ জোরাল হচ্ছে করোনার দাপট। আরও ভয়াবহ হয়ে মানুষের শরীরে বাসা বাঁধছে জীবাণু। হু হু করে আক্রান্তের সংখ্যা বাড়ছে দেশে। গত দেড় দিনে ভারতে আক্রান্তের সংখ্যা বৃদ্ধির এই হার চিন্তায় ফেলেছে বিশেষজ্ঞদের। পরিস্থিতি কিছুতেই বাগে আসছে না। সময়ের সঙ্গে সঙ্গ প্রকট হচ্ছে করোনা বিপর্যয়ের ছবিটা। করোনার বলি এখনও পর্যন্ত ৫। আক্রান্তের সংখ্যা বেড়ে ২৭১। বাইরে থেকে আসা বিদেশিদের থেকেই মূলত সংক্রমণ ছড়াচ্ছে বলে দেখা গিয়েছে বিভিন্ন রাজ্যে। ব্যতিক্রম নয় এ রাজ্যও। এখানে মোট তিনজনের শরীরে মিলেছে COVID-19. তাঁরা প্রত্যেকেই ইংল্যান্ড ও স্কটল্যান্ড ফেরত। করোনা পরিস্থিতির সমস্ত আপডেট:
সকাল ৯.৪৫: তেলেঙ্গানায় কোয়ারেন্টাইন থেকে পালিয়ে মহাধুমধামে বিয়ে করলেন এক তরুণ। নিমন্ত্রিতের সংখ্যা হাজার। দায়িত্বজ্ঞানহীন কাজের জন্য সমালোচিত।
সকাল ৯.৩৪: বাড়িতে প্রার্থনা করুন, ধর্মীয় স্থানে যাওয়ার দরকার নেই। রাজ্যবাসীকে পরামর্শ জম্মু-কাশ্মীর সরকারের।
সকাল ৯.৩০: মন্ত্রীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দিল উত্তরপ্রদেশের যোগী সরকার।
সকাল ৯.২৩: বিপদসীমার বাইরে নেই যুব প্রজন্মও। তরুণ সম্প্রদায়ের উদ্দেশে সতর্কবার্তা দিলেন WHO’র প্রধান টেডরোজ।
সকাল ৯.১০: করোনা আক্রান্ত গায়িকা কণিকা কাপুরের এক আত্মীয়ের কানপুরের আবাসন আইসোলেট করা হল।
সকাল ৯: ফিলিপিন্সের ভারতীয় দূতাবাসের তরফে জারি করা হল নিষেধাজ্ঞা।
Embassy of India in the Philippines issues advisory for Indians in the Philippines.
সকাল ৮.৫২: শ্রীলঙ্কা থেকে ফিরে গুজরাটের ভাদোদরায় করোনা পজিটিভ ৫২ বছরের এক ব্যক্তি।
সকাল ৮.৫০: ২০২০’এর অলিম্পিক পিছোতে রাজি নয় IOC. জল্পনা খারিজ করে দিলেন সংস্থার প্রেসিডেন্ট।
[আরও পড়ুন: বয়স্কদের যেভাবে করোনা থেকে বাঁচাবেন]
সকাল ৮.৪৩: বিভিন্ন রাজ্যে বাতিল হচ্ছে ট্রেন, কাটছাঁট বিমান পরিষেবাতেও।
সকাল ৮.৩৫: হোয়াইট হাউসে করোনার থাবা। মার্কিন ভাইস প্রেসিডেন্টের কার্যালয়ের এক কর্মীর শরীরে করোনা পজিটিভ। তবে ট্রাম্প নিরাপদেই।
সকাল ৮.৩০: ভারতে আক্রান্তের সংখ্যা বেড়ে ২৫৫।
সকাল ৮.২৫: দিল্লিতে করোনা পজিটিভ ২০ জন।
সকাল ৮.২২: দেরাদুনের সমস্ত হোটেল বন্ধ করে দেওয়া হল অনির্দিষ্টকালীন।
সকাল ৮.১০: চিনে নতুন করে ৪১ জনের শরীরে করোনার জীবাণু। সকলেই বাইরে থেকে চিনে গিয়েছেন, জানাল সে দেশের স্বাস্থ্য বিভাগ।
[আরও পড়ুন: করোনার নাম ‘করোনা’ কেন? জানেন, এই ভাইরাস কয় প্রকার ও কী কী?
সকাল ৮: রাজ্যে আরও একজনের শরীরে মিলল করোনা ভাইরাস। স্কটল্যান্ড ফেরত এক ছাত্রী অসুস্থ হওয়ায় তাঁকে COVID-19 পরীক্ষা করানো হয়। নাইসেডে নমুনা পরীক্ষার রিপোর্টে দেখা গিয়েছে, তিনি করোনা পজিটিভ। বেলেঘাটা আইডি হাসপাতালের আইসোলেশেন ওয়ার্ডে ভরতি তিনি।
সকাল ৭.৪৮: ইটালিতে ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা প্রায় ৬৫০। মৃত্যু ছাড়াল চার হাজার। চিনের পর করোনার সর্বোচ্চ বলি ইটালিতে।