Friday - 26 - February - 2021

নির্ঝরের গান কথায় অপি ও ইউসুফ

Published by: সংবাদ ডিজিটাল ডেস্ক |    Posted: 11 months ago|    Updated: 11 months ago

An Images

সংবাদ ডিজিটাল ডেস্ক :

গান ও কথার যুগল বয়ানে তৈরি হয়েছে পাশের বাড়ির সারেগামা। এতে কণ্ঠ দিয়েছেন অভিনয়শিল্পী অপি করিম ও সংগীতশিল্পী ইউসুফ আহমেদ খান। আজ শনিবার বেলা ১১টায় প্রথম আলোর ফেসবুক পেজ ও ইউটিউবে গানটি প্রকাশিত হবে। প্রথম আলোকে এমনটাই জানিয়েছেন এনামুল করিম নির্ঝর।

পাশের বাড়ির সারেগামার কথা লিখেছেন ও সুর করেছেন এনামুল করিম নির্ঝর। ভিন্নধর্মী এ প্রয়াস প্রসঙ্গে তিনি বলেন, ‘গানে সুরে যেমন কথা বলা যায়, তেমনি বাণীতেও বলা যায়। সব কথা তো আর গাওয়া হয় না। তাই গান ও কথা দিয়ে সম্মিলন করার চেষ্টা করেছি। এটিকে গান ও কথা বলে। এটি আমাদের দ্বিতীয় প্রয়াস। প্রথমটি প্রিয়াঙ্কা গোপ ও শিমুল মুস্তাফাকে নিয়ে করেছিলাম।’
পাশের বাড়ির সারেগামা প্রসঙ্গে নির্ঝর বলেন, ‘তরুণ প্রজন্মের শিল্পী ইউসুফ ক্ল্যাসিক্যাল খুব ভালো গায়। এই গানও বেশ ভালো গেয়েছে। অপি করিম অভিনয় করে। চেষ্টা করেছি, দুই অঙ্গনের দুজনের যোগাযোগ তৈরি করতে। ইউসুফ ভীষণ উৎসাহ পেল।’

এনামুল করিম নির্ঝর, ইউসুফ আহমেদ খান, অপি করিম। ছবি: প্রথম আলো ও সংগৃহীতএনামুল করিম নির্ঝর, ইউসুফ আহমেদ খান, অপি করিম। ছবি: প্রথম আলো ও সংগৃহীতএ ধরনের ভাবনা নিয়ে কাজ করার কারণ প্রসঙ্গে নির্ঝর বলেন, ‘আমাদের ইন্ডাস্ট্রি নিয়ে এখন মানুষের আগ্রহ কমে গেছে। খুব দ্রুত দর্শক-শ্রোতা শিফট করে। তাই আমরা চেষ্টা করেছি, গান এবং কথা নিয়ে এমন কিছু বলতে, যা দর্শকের কাছে নতুন কিছু মনে হবে। ভিডিওটি দেখার পর সবাই তা বুঝতে পারবেন। আমাদের এখন প্রধান উদ্দেশ্য হচ্ছে, ভালো কনটেন্ট দিয়ে মানুষের মনোযোগ আকর্ষণ করা। এক নির্ঝরের গান দিয়ে মানুষের কাছে যাওয়ার চেষ্টা করছি, প্রথম আলো আমাদের সেই যাত্রায় এগিয়ে এসেছে। আমরা তাদের কাছে কৃতজ্ঞ।’
এ ধরনের কাজ করার অভিজ্ঞতা গায়ক ও সংগীত পরিচালক ইউসুফ আহমেদ খানের প্রথম। তাই শুরুতে নাকি ঘাবড়ে গিয়েছিলেন। বললেন, ‘প্রথমে একটু ভয়ে ছিলাম। তবে ট্রেলার দেখার পর মন ভালো হয়ে গেছে। এটা ভিন্নধর্মী এক চেষ্টা। নিরীক্ষাধর্মী একটা কাজ।’
পাশের বাড়ির সারেগামা প্রযোজনা করেছে ‘এক নির্ঝর কলাবরেশন এবং গানশালা’।