Thursday - 2 - July - 2020

জলে ভিজে রোদে শুকিয়েছেন আলিয়া

Published by: সংবাদ ডিজিটাল ডেস্ক |    Posted: 3 months ago|    Updated: 3 months ago

An Images

সংবাদ ডিজিটাল ডেস্ক :

চরিত্রের প্রয়োজনে না, উপভোগের জন্যই জলে নেমেছিলেন বলিউড তারকা আলিয়া ভাট। আবার শুকিয়েও নিয়েছেন রোদে। সেদিন সঙ্গে ছিলেন প্রেমিক রণবীর কাপুর ও পরিচালক অয়ন মুখোপাধ্যায়। খ্রিষ্টীয় নববর্ষের সেই ভ্রমণের ছবি সম্প্রতি আলিয়া পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। রোদ পোহানোর ছবিটি পোস্ট করে তিনি লিখেছেন, আরেকটা ছুটি হবে? বাড়তি কিছু রোদ আর বাড়তি কিছু গাছের সঙ্গে...’

নববর্ষের দিনে শুটিং রাখেননি আলিয়ারা। নতুন বছরের প্রথম দিনের সূর্যালোক গায়ে মাখতে চলে গিয়েছিলেন সাগরে। সম্প্রতি সেই ছবি পোস্ট করেছেন তিনি। সাঁতার শেষে ভেজা পোশাকে রোদ পোহাচ্ছিলেন। অনেকে সেই ছবিতে মন্তব্য করেছেন, প্রেমিককে কাছে না পেয়ে মেয়েটি দিশেহারা। যদিও রণবীর কাপুরের ছবি খুব কমই শেয়ার করেন আলিয়া। বেড়ানোর সেই দিনে প্রেমিক রণবীর ও পরিচালক অয়নের সঙ্গে তোলা সেলফি পোস্ট করে তিনি লিখেছেন, ‘সেরা ছেলেরা এবং লক্ষ্মী মেয়ে!’

আলিয়া ভাট। ছবি: ইনস্টাগ্রামআলিয়া ভাট। ছবি: ইনস্টাগ্রামগত বছর পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের ছবি ‘ব্রহ্মাস্ত্র’-এর সেটে আলিয়া ও রণবীরের পরিচয়। এই ছবির মধ্য দিয়েই প্রথমবার বলিউডের জুটি হয়েছেন তাঁরা। সেখান থেকে বন্ধুত্ব, প্রেম। পর্দার প্রেম কীভাবে চুইয়ে এসে ছড়িয়ে গেছে বাস্তব জীবন, নিজেরাই টের পাননি তাঁরা। তবু তা জানাজানি হয়ে গেছে বলিউডে। দুজনকে একসঙ্গে দেখলেই শুরু হয়ে যায় গুঞ্জন। সেই গুঞ্জনের পালে একদিন হাওয়া বইয়ে দেন রণবীর। ফিল্মফেয়ার পুরস্কার নিতে মঞ্চে ওঠার আগে আলিয়ার গালে ঠোঁট ছুঁয়ে যান তিনি।

‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে আলিয়া ছাড়াও অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, রণবীর কাপুর, ডিম্পল কাপাডিয়া, আক্কিনেনি নাগার্জুন, মৌনী রায় প্রমুখ। এ ছাড়া আলিয়াকে দেখা যাবে করণ জোহরের ‘তখত’, রাজামৌলির ‘আরআরআর’, সঞ্জয় লীলা বনসালির ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’ ছবিতে। সূত্র: এনডিটিভি